|| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঢাকা জেলা যুবলীগের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৯০ দিনের জন্য ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি, শনিবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, মিজানুর রহমানকে (জি এস মিজান) আহ্বায়ক এবং মাসুদ আহমেদ, হাজী এইচ এম সেলিম, ইরফান উদ্দিনকে যুগ্ম-আহ্বায়ক করে এ কমিটি করা হয়েছে।
এ ছাড়া ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীন সকল শাখার সম্মেলন সম্পন্ন করে ঢাকা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.