|| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় পোল্ট্রি খামারি হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার- ২
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
ফেনীর ছাগলনাইয়া পাঠাননগর পশ্চিম শিলুয়া আবুল কাসেম নামে এক পোল্ট্রি খামারির হত্যা মামলার রহস্য উদঘাটন পূর্বক ২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জাকির হাসান বলেন, ঘটনায় জড়িত সকল আসামী এবং ভিকটিম একই এলাকায় চলাফেরার সুবাধে ভিকটিম ও আসামীরা পূর্ব পরিচিত ছিল। গত ১৪ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে ভিকটিম আবুল কাসেম তাহার মুরগীর খামারে প্রায় ৪ লক্ষ ৫৭ হাজার টাকা মুরগী বিক্রী করে মর্মে আসামীগণ জানতে পারে।
গত ১৬ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১২ টা থেকে ৩ টা ৪৫ মিনিটের সময়ে আটক আসামী আলা উদ্দিন মিন্টু (৩৯), দ্বীন মোহাম্মদ প্রকাশ নয়ন (৩৪) ও পলাতক আসামী ইয়াছিনসহ ঘটনাস্থলের পাশে একজন মহিলাকে নিয়ে আনন্দ-ফুর্তি করবে মর্মে ভিকটিম-আবুল কাসেমকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর ভিকটিমের কাছে টাকা চাইলে ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাহাকে মেরে ফেলার হুমকি প্রদান করে।
তবুও ভিকটিম টাকা না দিলে ধৃত আসামী- আলা উদ্দিন মিন্টু (৩৯) তাহার হাতে থাকা গাছের ঢালের অংশ (লাঠি) দ্বারা ভিকটিমের মাথায় সজোরে আঘাত করলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে।
এই সময় তাহার অপর সহযোগী অন্যান্য আসামীরা কিল, ঘুষি, লাথি এবং এলোপাথাড়ি পিটাইয়া মৃত্যু নিশ্চিত করিয়া ভিকটিমের লাশ গোপন করার ঘটনাস্থলের পাশবর্তী কালিদাস পাহালিয়া খালের ঢালে পানিতে ভাসিয়ে দেয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ ওয়ালী উল্লাহ, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম ও তদন্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.