|| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পুরষ্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মুহাম্মদ মোস্তফা'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি সহকারী শিক্ষা অফিসার মো. আবু তোরাব মজুমদার।
সহকারী শিক্ষক শেখ জালাল ও তৌহিদুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সোহাগ।
অনুষ্ঠান শেষে পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র কাজী নুর আলম, কাউন্সিলর বাহার উদ্দিন, মো. শহীদ, সাহেনা আক্তার, জাহানারা বেগম সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ অভিভাবকবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.