|| ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন যুবলীগের নেতা সুমন
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
সাভার পৌর কাতলাপুর এলাকার সমাজ সেবক, সাভার পৌর ৬ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোঃ ইমাম হাসান সুমন মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, দীর্ঘদিন ধরে জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছি। জন সেবা আমার ইবাদত মনে করি। শরিরের শেষ রক্তবৃন্দ থাকতে জনসেবা করে যাব। আমি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, হাতে হাতে বসন্তে ফোটা ফুলের স্তবক, কণ্ঠে নিয়ে চির অম্লান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে আজ থেকে ৬৯ বছর আগে ১৯৫২ সালের এই দিনে বুকের রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির।
এই শহিদদের আত্নত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সবাই কাধে কাধ মিলিয়ে একে অন্যের দুখ কষ্ট ভাগাভাগি করে দেশটাকে গড়ে তুলি। আর মানুষের প্রতি হই শ্রদ্ধাশীল। তবেই স্বপ্নটাকে সত্যি করে তুলতে পারবো ইনশাআল্লাহ ।
তিনি আজকের স্বদেশকে জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহন করবো। আগামী নির্বাচনে ওয়ার্ডবাসী সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, আমাকে সদস্য হিসাবে সুযোগ দিলে গরীব অসহায় এবং সকল মানুষের বিপদে আপদে পাশে থাকবো। নির্বিশেষে সকলের কাছে দোয়া চাই। আমি জনগণের সাথে সর্বক্ষণ আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.