|| ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
লাকসাম জংশন রেলওয়ে প্লাটফরম থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় রেলওয়ে জংশন প্লাটফরম থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ শনিবার দুপুর ২টার দিকে সত্তোরোর্ধ্ব ঐ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ উল্লাহ বাহার স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, সত্তোরোর্ধ্ব ঐ বৃদ্ধ জংশন স্টেশনসহ বিভিন্ন স্থানে ভিক্ষা বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তার পরিচয় উদ্ধারে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কাজ করছেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.