|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গ্রাম্য সালিশে প্রাণনাশের হুমকি দিলেও মেম্বার
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা কৈজুরী গ্রামের বিবাহ বিচ্ছেদ অভিযোগ এনে গ্রাম্যসালিশে এক যুবকের , এক লাখ টাকা জরিমানা (চাঁদা) আদায়, আরও এক লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ওই যুবকের মামা মোঃ হাসান আলী সরকার গত কয়দিন আগে মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানায় স্থানীয় ইউপি মেম্বার মোঃ জসিম উদ্দীন (৪৫) সহ আরো কয়জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কৈজুরী গ্রামের পিতা মৃত মতিয়ার রহমান ছেলে মোঃ দরবেশ আলী (৪২) এর সহিত মোছা: কমলা বেগম এর বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করিয়া ইং ০৫/০২/২০২৪ তারিখ রাত্র অনুমান ১১:০০ ঘটিকার সময় বিবাদীর বাড়ীতে উক্ত বিষয় নিয়া এক শালিশ বিচার বসে।উক্ত শালিশ বিচারে গন্যমান্য ব্যক্তিবর্গগন মোহরানা এবং অন্যান্য বিষয়ে মোহাম্মদ দরবেশ আলী কে ১,০০,০০০/-টাকা জরিমানা ধার্য্য করে। কিন্তু বিবাদী উক্ত শালিশ বিচার অমান্য করিয়া সে নিজে নিজেই এক তরফা ভাবে ২,০০,০০০/-টাকা দাবী করে। বৈঠকে নেতৃত্বে দেন ইউপি মেম্বার মোঃ জসিম উদ্দীন (৪৫) সহ আরো অনেকে।
এরপর জানা যায়, তার মামা মোঃ হাসান আলী সরকার এবং ভাগিনা মোহাম্মদ দরবেশ আলী প্রতিবাদ করিলে বিবাদী তাদেরকে অকথ্য গালিগালাজ করে। পরিশেষে বিবাদী উত্তেজিত হইয়া লোহার শাবল দ্বারা তাদেরকে মারপিট করিতে আগাইয়া আসে। বিবাদী ছেলে মো: আব্দুল আলীম ② পলাশ সরকার এর বুক পকেটে থাকা নগদ ২,০০,০০০/-টাকা বাহির করিয়া ও গলায় থাকা তিন ভরি ওজনের স্বর্নের একটি চেইন যাহার মূল্য অনুমান ৩,৮০,০০০/-টাকা টান দিয়া ছিরিয়া নিয়া যায়। আশপাশ হইতে লোকজন ঘটনাস্থলে আসিয়া উক্ত ঘটনা দেখে এবং শোনে। বিবাদী উপস্থিত লোকজনদের সম্মুখে প্রকাশ্যে আমাদের খুন, জখমসহ প্রাণ-নাশের হুমকি প্রদর্শন করে।বিষয়টি জানাজানি হলে গ্রামের সাধারণ মানুষের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে ওই ঘটনার পর ছেলের মামা মোঃ হাসান আলী সরকার বাধ্য হয়ে কয়েকদিন আগে ইউপি মেম্বার মোহাম্মদ জসিম উদ্দিন সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.