|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
আকরামের কণ্ঠে ‘বড় বেশি ভালোবাসি’
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
বিশ্ব ভালোবাসা (১৪ ফেব্রুয়ারী) দিবস উপলক্ষে ‘বড় বেশি ভালোবাসি’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছে। জনপ্রিয় কম্পোজার জিয়া খান ফিচারিং ও গীতিকার সাইফুল বারী’র কথায় গানটি গেয়েছেন আমেরিকার লস এন্জেলস প্রবাসী শিল্পী আকরাম।
হলিউডের ডলবি থিয়েটার ও ঢাকার মনোরম লোকেশনে গানটির ভিডিও চিত্রায়িত হয়েছে বলে জানা যায়। এস এম কারিমের পরিচালমায় গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন লাকী হামিদ ও সাফি খান।
গানটি আমেরিকায় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আকরাম’ থেকে প্রকাশ করা হয়েছে।
গান প্রসঙ্গে সাইফুল বারী জানান, এটি ভালোবাসা দিবসের গান। আশাকরি সবার কাছে ভালো লাগবে।
জিয়া খান বলেন, অনেক সময় নিয়ে গানটি করেছি। সব মিলিয়ে শ্রোতাদের দারুণ একটি উপহার দিতে পারছি বলে মনে করি।
গানটি নিয়ে বেশ আশাবাদী বলে জানান কণ্ঠশিল্পী আকরাম।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.