|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেট-২০২৪, জাতীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন এর মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ মডেল মাঠে উক্ত চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেটের প্রধান অতিথি চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড, (আকবরশাহ্ ও পাহাড়তলী) আংশিক আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উক্ত খেলা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম তাজুল ইসলাম নিজামী। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আবু বক্কর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাশেম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সকল ইউপি সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, দর্শকবৃন্দ এবং চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন টিপু সুলতান একাদশ বনাম নুনাছড়া একাদশ। উক্ত ৬০ মিনিটের খেলায় টিপু সুলতান একাদশ ২-১গোলে নুনাছড়া একাদশকে পরাজিত করে। উল্লেখ্য যে প্রথমবারের মত শুরু হওয়া চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.