|| ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
মীরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে পর্যটক নিহত
প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
মীরসরাইয়ে খৈইয়াছড়া ঝর্ণা থেকে পড়ে আল শাহরিয়ার (২৪) নামে এক পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের খৈইয়াছড়া ঝর্ণার ওপর থেকে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়।
নিহত আল শাহরিয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পশ্চিম আলমডাঙ্গা গ্রামের বাবুপাড়া এলাকার খন্দকার আব্দুল্লাহ আল মামুন ছেলে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নিহতের লাশ পাহাড়ের গভীর থেকে উদ্ধার করা হয়।
মীরসরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে শাহরিয়ার সহ তার ৭ বন্ধু মিলে খৈইয়াছড়া ঝর্ণায় যায়। ঝর্ণার একদম উঠার সময় পা পিছলে নিচে পড়ে যান শাহরিয়ার। পরবর্তীতে খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য মীরসরাই ফায়ার সার্ভিসের ৮ কর্মীদের অভিযান শুরু হয়। পরে সাড়ে ৩টায় তার লাশ উদ্ধার করা হয়।
ফায়ার ষ্টেশন কর্মকর্তা ও মীরসরাই থানা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. এরশাদ উল্ল্যাহ তাকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.