|| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
জাফর ইমাম উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী
প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
ছাগলনাইয়া উপজেলা দারোগারহাট জাফর ইমাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও কামরুল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা ২০২৪ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে বিদ্যালয়ের হল রুমে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল হকের সভাপতিত্বে ও শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী কামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব এজিসি গ্রুপের জেনারেল ম্যানেজার জিয়াদ মানছুর আল-জুবাইল, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু, ফাউন্ডেশন'র চেয়ারম্যান কামরুল ইসলাম, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী কেফায়েত উল্যাহ, অভিভাবক সদস্য মহিউদ্দিন খন্দকার, ইমাম হোসেন ও ছালেহ আহাম্মদ, সাবেক সদস্য নুরুল আমিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন পলাশ, সদস্য সাইফুল ইসলাম, আবুল কালাম মাস্টার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩৮ টি ইভেন্টে প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.