|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকালে কুমিল্লা রিজিয়নের আওতাধীন বারোআউলিয়া হাইওয়ে থানার আয়োজনে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে থানায় আলোকসজ্জা, ড্রপ ডাউন ব্যানার, ফেস্টুন, কেক কাটা, পিকআপ শোভাযাত্রা, চালকদের মাঝে লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়। র্যালীটি থানা চত্বর থেকে শুরু হয়ে ভাটিয়ারী বাজারে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, বারোআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ, সেকেন্ড অফিসার শাহআলম, থানায় কর্মরত পুলিশ সদস্যবৃন্দ ও কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, চালক, হেলপার ও স্থানীয় জনগণ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.