|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে পিকআপ বোঝাই দরজার পাল্লা ও চৌকাঠ জব্দ
প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ বোঝাই দরজার পাল্লা ও চৌকাঠ আটক করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন। সোমবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল নামক এলাকা থেকে অবৈধভাবে পরিবাহিত ঢাকাগামী একটি পিকআপে অভিযান চালিয়ে ১২ পিচ দরজার পাল্লা ও ১২ পিচ দরজার চৌকাঠ বোঝাইসহ মিনি পিকআপ জব্দ করা হয়। এবিষয়ে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, চট্টগ্রাম শহর থেকে অবৈধভাবে চৌকাঠ বোঝায় একটি পিকআপ ফৌজদারহাটের দিকে আসছে এমন তথ্য পেয়ে আমরা পিকআপ টি ধাওয়া দিয়ে আটক করি এবং তল্লাশী চালিয়ে ১২ পিচ দরজার পাল্লা ও ১২ পিচ চৌকাঠ উদ্ধার করি। এসময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত মালামাল বোঝাই মিনি পিকআপটি চেক স্টেশন হেফাজতে রাখা হয়েছে এবং যথা সময়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.