|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরে ২ হাজার ৫শ’ কেজি জাটকা জব্দ, আটক ১১
প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
মেঘনা নদী সংলগ্ন রাস্তার উপর থেকে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৫শ’ কেজি জাটকা জব্দ করেছে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি। এ সময় ৪ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি অটোরিকশাসহ মোট ১১ জনকে আটক করেছে তারা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মোহনপুর এলাকায় দুস্থ, অসহায়দের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয়। এ ছাড়াও একটি এতিমখানাতেও জাটকা দান করা হয়। মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মতলব উত্তরের বাবুবাজার আড়তের সামনে মেঘনা নদী সংলগ্ন রাস্তার উপর থেকে ছয়টি অটোরিকশা জাটকা পরিবহনের সময় ৯ জন জেলে ও দশানী লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে নৌকা’সহ ২ জেলেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে ৪টি নিয়মিত মামলা করা হয়েছে।
আটককৃতরা হলেন, বাশার প্রধান (২২), নূরআলম (২২), মো. সাগর (২৫), আশিক বর্মন (২৪), বিপুল বর্মন (২৪), মো. সুমন মোল্লা (২৪), মো. কালু (২২), বিজয় বর্মন (২৪), মো. মেহেদী হাসান (১৯), মো. মুক্তার হোসেন (৫৫), আরিফ হোসেন (২২)।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, জাটকা রক্ষা করতে পারলে দেশে ইলিশ মাছের উৎপাদন বাড়বে। যা দিয়ে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। দেশের মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করার জন্য নৌ–পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জাটকা অভিযান ও জাটকা বিতরণকালে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান, মতলব উত্তর সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানসহ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন :
মতলব উত্তর উপজেলার মেঘনা নদী সংলগ্ন এলাকা থেকে জব্দকৃত ২ হাজার ৫শ’ কেজি জাটকা দুস্থ, অসহায় ও এতিমখানাতে বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.