|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
বসন্ত বরণে এতিম শিশুদের উন্নত মানের খাবার পরিবেশন
প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
এতিম শিশুদের নিয়ে বসন্ত বরণ করে নিলো দিনাজপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনে করা হয় এ আয়োজন। দিনটি উপলক্ষে দিনাজপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনের সহযোগিতায় বুধবার দুপুরে প্রায় শতাধিক এতিম শিশুদের এক বেলা বেলা উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
প্রধান অতিথি জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এতিম শিশুদের জন্য নিজ হাতে খাবার পরিবেশন করেন।পরে এতিম শিশুদের জন্য বিনামূল্যে লটারির টিকিট সরবরাহের মধ্য দিয়ে তাদের পুরস্কৃত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ সংগঠনের সদস্যরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.