|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছোটমানিক মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোটমানিক ইউসুফিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসার হলরুমে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক ও জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপির সহধর্মিণী মেহের নেগার শিউলীর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানানো হয়। এছাড়া একই প্রতিষ্ঠানে অধ্যায়নরত্ব প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি ও উৎসাহ বৃদ্ধির লক্ষে মাননীয় এমপি সাহেব নিজ তহবিল থেকে প্রতিবছর এ অর্থ সহায়তা দিয়ে থাকেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত পরে ইসলামী গজল হামনাত পরিবেশন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা সভায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্যেশে উপদেশ মূলক বক্তব্য রাখেন আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন, ক্ষেতলাল আলিম মাদ্রাসার অধ্যক্ষ একরামুল হক, পারুলিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার আব্দুল জলিল, মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম, বড়মানিক দাখিল মাদ্রাসার সুপার আছির উদ্দিন ও উচনা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মালেক সহ অনেকেই। অনুষ্ঠানের শুরুতেই সবার উদ্যেশে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মোঃ মেহেরুল ইসলাম। সুপার মেহেরুল বলেন, এ মাদ্রাসা থেকে ১৯’জন শিক্ষার্থী এবছর দাখিল পরীক্ষায় অংশগ্রহন করবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.