|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
দাকোপে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি তিনদিন ব্যাপী মেলা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী,দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মাদ আব্দুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকাসহ কৃষি দপ্তরের উপ-সহকরী বৃন্দ। স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় কৃষি প্লান্ট প্রদর্শনিতে ১০ জন কৃষক ও উপজেলার শ্রেষ্ঠ ৩ জন কৃষককে পুরুষ্কৃত করা হয়। সভাটি পরিচালনা করেন উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রীনা আকতার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.