|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মন্ত্রিসভার আকার বাড়বে কবে জানালেন ওবায়দুল কাদের
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৪
সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের পর মন্ত্রিসভার
আকার বাড়বে বলে জানিয়েছেন আওয়ামী লীগের
সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ওবায়দুল কাদের।সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ডি মান্টিটস্কির সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রিসভার পরিধি বাড়ছে এমন একটা কথা শোনা যাচ্ছে উল্লেখ করে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন,"এটা প্রধানমন্ত্রী বলতে পারেন।তবে এখানে সময় মতো কিছু জায়গায় যেমন
শ্রমমন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় এ গুলোতে কোনো না কোনো সময় মন্ত্রী আসবে।"
এটা কবে হতে পারে এ বিষয়ে তিনি বলেন,"আমার
মনে হয় সংরক্ষিত মহিলা আসনগুলো আসার পরে
মন্ত্রী আসতে পারে।সেই হিসাবে এরপরে চিন্তাভাবনা
প্রধানমন্ত্রীর এখতিয়ারে তিনি এটা করবেন।
গত ১১ জানুয়ারি ৩৭ সদস্যের নতুন মন্ত্রীসভা গঠন
করা হয়।এর মধ্যে শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয় এবং সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী দেওয়া হয়নি।জানা গেছে আরও নতুন মন্ত্রী -প্রতিমন্ত্রী নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি।প্রস্তুত রাখা হয়েছে ১২ টি গাড়ি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.