|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
“বই পড়ুন জীবনের জন্য”- জেলা প্রশাসক চাঁদপুর
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৪
অদ্য ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ চাঁদপুর জেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে বই মেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, জনাব জিল্লুর রহমান জুয়েল, মেয়র, চাঁদপুর পৌরসভা, জনাব সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর, ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াকুব আলী মাস্টার, জনাব শাহাদাত হোসেন শান্ত, সভাপতি, চাঁদপুর প্রেসক্লাব, জনাব ডা: পীযূষ কান্তি বড়ুয়া সহ সংশ্লিষ্ট অংশীজন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চাঁদপুর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শব্দভাণ্ডার সমৃদ্ধকরণ ও মস্তিষ্ককে শাণিত করতে বই পড়ার কোন বিকল্প নেই। পাঠক শ্রেণি তৈরী করতে ও ভবিষ্যৎ প্রজন্মকে বইয়ের জগতে নিয়ে আসতে ফেব্রুয়ারির বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.