|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ইয়াবাসহ গ্রেফতার হলো ৩ জন মাদকব্যবসায়ী
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৪
পাঁচবিবিতে র্যাবের অভিযানে ৩৫ পিচ ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাটের ১টি চৌকস আভিযানিক দল আজ সোমবার গভীর রাতে পাঁচবিবি থানার বাগজানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার মোঃ আসমান আলীর পুত্র মাদকব্যবসায়ী মোঃ সজিব হোসেন (২৩), মোঃ সাহেব আলী সাবুর পুত্র মোঃ বিল্লাল হোসেন (২০) ও সুরেন কর্মকারের পুত্র শ্রী অনন্ত কর্মকার (১৬)কে ৩৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী সজিব ১জন চিহ্নিত মাদকব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিল্লাল ও অনন্ত এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এ ব্যাপারে পাঁচবিবি থানায় আসামীদের সোপর্দপূর্বক মাদক আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.