|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
কমলনগরে চুরি হওয়া ৯মাসের শিশু সন্তান ওহী উদ্ধার
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৪
লক্ষ্মীপুরের কমলনগর তোরাবগঞ্জ অগ্রনী স্কুল এন্ড কলেজ থেকে বৃহস্পতিবার (৮ ফেব্রয়ারি) অচেনা এক মহিলা ৯ মাসের শিশু সন্তান ওহীকে চুরি করে নিয়ে যায়।চুরি হওয়া বিষয়টি কমলনগরে তথা লক্ষ্মীপুরে ব্যাপক আলোচিত বিষয়।
শিশুটিকে উদ্ধারে সামাজিক মাধ্যমে ঝড় উঠে চেষ্টা অব্যহত রাখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
গত রাতে চুরি হওয়া শিশুটিকে কে বা কারা হাজির হাটের উপকূল কলেজ সংলগ্ন বাঘা মার্কেটের পিছনে রাত ১২টার দিকে রেখে চলে যায়।
কমলনগর থানা থেকে উক্ত স্হানের দূরত্ব প্রায় ৪০০ গজ।
রাস্তা দিয়ে একজন পথচারী হেটে যাওয়ার সময় শিশুটিকে দেখে কমলনগর প্রশাসনকে অবহিত করলে উদ্ধার করে শিশুটিকে কমলনগর থানা হেফাজতে নিয়ে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এই বিষয়ে যদিও চোর এখনো সনাক্ত হয়নি।কমলনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তহিদুল ইসলাম জানান,আমরা খবর পেয়েই শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করি। চোরকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.