|| ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার কবর জিয়ারত
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা শান্ত সুমনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করা হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকালে পৌর এলাকার তিনানী পাড়ায় অবস্থিত শান্ত সুমনের কবর করেন তার বন্ধু , পরিবারের সদস্য ও স্থানীয়রা।
কবর জিয়ারতকালে আওয়ামী লীগ নেতা ওমর আল ফারুক, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, আল আরিফ, মারুফ হাসান, মির্জা সাইম প্রমুখ, মির্জা নাইম উপস্থিত ছিলেন।
এসময় শান্ত সুমনের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য,গত বছরের এই দিনে গাজীপুর মহানগর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায় গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সহ সম্পাদক ও বকশীগঞ্জ পৌর এলাকার সীমার পাড় এলাকার বাসিন্দা শান্ত সুমন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.