|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল তুহিন
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৪
যোগাযোগ মাধ্যমে কার না ভাইরাল হতে মন চাই,সবাই চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হইতে। এমনই একজন টিকটক করে সারা ফেলেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার সাদ্দাম হোসেন তুহিন।
টিকটক ভিডিও যেন তার পছন্দের মানুষ,বর্তমান তার টিকটক আইডিতে ১০ মিলিয়ন ফলোয়ার, একটি ভিডিও আপলোড করলে লাইক কমেন্ট দেখা যায় কয়েক লক্ষ।
টিকটক ভিডিওর পাশাপাশি করেন ফটোগ্রাফিক ও ইউটিউব ভিডিও আপলোড করেন নিজস্ব ইউটিউব চ্যানেলে।
ছোটবেলা থেকেই তার টিকটক ও ইউটিউবের প্রতি ব্যাপক আগ্রহ ছিল। বিভিন্ন মডেলের ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি ছিল। প্রথমদিকে শুধু শখের বসে টিকটক করতেন। বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য নিজের ফ্রেমবন্দি করতেন। আর তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতেন। মূলত এভাবেই ইউটিউবের প্রতি তুহিনের দক্ষতা বাড়তে থাকে।
তুহিন যখন নবম শ্রেণির ছাত্র তখন থেকেই একজন টিকটকার হিসেবে কাজ করছেন। জন্মদিন, বিয়েসহ সবধরনের সামাজিক অনুষ্ঠানে ভিডিও করছেন। উপজেলার নামকরা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ভিডিও করেছেন।
অল্পদিনেই টিকটকার ও ইউটিউবার হিসেবে পরিচিতি পাওয়া তুহিন নিজের কর্মদক্ষতা কাজে লাগাতে ২০২০ সাল থেকে বিরামপুর উপজেলাসহ বিভিন্ন ইভেন্ট ও করপোরেটের টিকটক ভিডিও বানিয়ে ফটোশুট করে ব্যাপক প্রশংসিত হন।
ইউটিউব ও টিকটকার সাদ্দাম হোসেন তুহিন বলেন, ‘আজকাল ডিএসএলআর ক্যামেরা প্রায় সবার হাতে হাতে। কিন্তু তারপরও সবাই প্রকৃত টিকটকার ও ইউটিউবার হতে পারেন না। একজন প্রোফেশনাল ইউটিউবার হতে গেলে ক্যামেরা সম্পর্কে জানতে হয় এবং প্রচুর পরিমাণে অনুশীলন করতে হয়। তবেই নিজেকে একজন দক্ষ টিকটকার ও ইউটিউবার হিসেবে গড়ে তোলা সম্ভব।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.