|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির বেদিয়া জাতির শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদপত্র প্রদান
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৪
"লেখা পড়হাক ইনজর লেইকে, বেদিয়া জাইতকে অঘুয়াই লেওআ" এমন প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শতাধিক বেদিয়া জাতিসত্তার শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সনদপত্র ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সুবর্ণা মাহাতো স্মৃতির স্মরণে উপজেলা থেকে ২০২৩ সালের অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাস করা এ সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
সূবর্ণা মাহাতো বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেটের পাঁচবিবি উপজেলা শাখার সদস্য তিনি পাঁচবিবির বীরনগর গ্রামে জন্ম গ্রহন করেন। ২০২৩ সালে লিভার টিউমার রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অকালে মৃত্যু হয়। তিনি বেদিয়া জাতিসত্তার মেয়ে হলেও সামাজিক ও স্বেচ্ছাসেবী হিসাবে অনেক কাজ করেছেন। করোনাকালে জীবনের ঝুকি নিয়ে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এছাড়া সমাজে মাদক, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সামাজিক কাজও করেছেন তিনি। একারনে তার স্মরনে বেদিয়া জাতিসত্তার শতাধিক শিক্ষার্থীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট সনদপত্র ও সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেটের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভূতি ভূষণ মাহতো। এসময় বক্তব্য রাখেন পাঁচবিবি ডিগ্রী কলেজের প্রভাষক সুদর্শন মাহাতো, পরেমশ্বর মাহাতো, সাবেক প্রধান শিক্ষক হাকিমপুর কৈজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃষ্ণ কমল মাহাতো, সাবেক সহকারী শিক্ষক খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের নৃপেন্দ্রনাথ মাহাতো, নিপেন মাহাতো ও পাঁচবিবি আদিবাসী বহুমূখী উন্নয়ন সংস্থার সম্পাদক স্বতেন্দ্রনাথ মাহাতো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.