|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপের ঐতিহ্যবাহী “আর্য্যহরি সভা” মন্দিরের উন্নয়নের জয়রথ ছুটছে মাথা উচুঁ করে
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৪
খুলনার দাকোপের ঐতিহ্যবাহী "আর্য্যহরিসভা" মন্দিরের উন্নয়নের জয় রথ ছুটছে মাথা উচুঁ করে।
সুন্দরবন বিধৌত দক্ষিণ খুলনার তথা দেশের অন্যতম সনাতন ধর্মীয় প্রাচীন ঐতিহ্যবাহী "আর্য্য হরি সভা" মন্দিরের উন্নয়নের জয়রথ ছুটছে মাথা উঁচু করে।,আর্য্য হরি সভার সুযোগ্য মহাপরিচাল শ্রী সরোজিত কুমার রায়ের ক্ষুরধার বিচক্ষনতা, অধ্যাবসায় ও সুনিপুন পরিকল্পনায় আজ ০৯ ফ্রেবুয়ারি শুক্রবার সকাল থেকে আর্য্যহরিসভার মহাপরিচালক কর্মবীর সরোজিত কুমার রায়ের নেতৃত্বে কার্য্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দের প্রানপাত শ্রমে একের পর এক গৃহীত উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়িত হয়ে চলেছে স্বগৌরবে।এসময় উপস্হিত ছিলেন,আর্য্যহরি সভার উপ -সহা
পরিচালক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়,সাধারন সম্পাদক বিজন কুমার রায়,সহ সাধারন সম্পাদক প্রবীর রায়বাপ্পী।এলবিকে সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরাপদ মন্ডল,বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যা লয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত দে, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংখ শেখর ঢালী,কে।কষাধক্ষ্য শ্যামল কুমার রায়, প্রধান শিক্ষক মানিক চন্দ্র গাইন প্রধান শিক্ষক অমিয় মন্ডল, বিশিষ্ঠ সমাজ সেবক প্রনয় বাড়েই,,সজল বম্ম্রচারী, ইউপি সদস্য নিতাই জদ্দার ,প্রদিপ সরদার,, প্রিতীশ, সরকার সহ আরো অনেকে।দক্ষিণের জনপদের অন্যতম বৃহৎ ধর্ম প্রতিষ্ঠানটির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকল ভক্তবৃন্দের দানের হস্ত প্রসারিত করার বিনীত আহবান জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.