|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামের রাজারহাটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টারের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৪
কুড়িগ্রামের রাজারহাট
উপজেলার রাজারহাট স্কুল এন্ড কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ এ সেন্টারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক দিলীপ কুমার রায়, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু জুবায়ের আল মুকুল, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাশফিয়া ইয়াসমিন, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ইংরেজি শিক্ষক দেওয়ান মো: এনামুল হক প্রমুখ।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টারে উপজেলার যেকোন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা পড়ার সুযোগ পাবে। এখানে প্রথমত ৫০ জন শিক্ষাথীকে একসাথে ক্লাস করানো হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.