|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে সাজ্জাদ হোসেন (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের ছোট কুমিরাস্থ গুল আহাম্মদ জুট মেলের পূর্ব পাশে রেললাইনে এ ঘটনা ঘটে। মৃত সাজ্জাদ হোসেন উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বগুলাবাজারের পশ্চিম পাশে শীতলপুর গ্রামের মৃত মোহাম্মদ রফিকের পুত্র। এবিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমজাদ হোসেন জানাম, বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকাগামী একটি অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এমন সংবাদ পেয়ে আমরা মৃতদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি। নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.