|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাতকে হাবিব উল্লাহ জামেয়া তাতিকোনা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে পাগড়ি বিতরণ
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৪
ছাতকে হাবিব উল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার ২৩তম বার্ষিকি ওয়াজ মাহফিল ও পাগড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
(০৭ফেব্রুয়ারি ২০২৪)বুধবার বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে যথাক্রমে সভাপতিত্ব করেন, মাওলানা ক্বারী মাসুক আহমদ, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আনিসুল হক, মাওলানা নোমান আহমদ ও মাদরাসার প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন তালুকদার।
মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারী আলী হোসাইনের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফান্দাউকি বি-বাড়িয়ার আল্লামা সৈয়দ মঈনুদ্দিন আল হুসাইনি। প্রধান বক্তার বক্তব্য রাখেন ভারতের মাওলানা ক্বারী আলী আহমদ সাবিরি, ঢাকার মাওলানা মুফতি আতাউর রহমান, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ক্বারী শামছুল কবির মিছবাহ চৌধুরী, ফতেহপুর কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা হাফেজ মকবুল হুসাইন, গাবুরগাঁও দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা কবির আহমদ লতিফি, খারগাঁও মৌলভী নাসির উদ্দিন (রহ:) হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিন, ঢাকার মাওলানা মুফতি আবদুন নূর আনসারি, বিশ্বনাথের হাফেজ শহিদুল ইসলাম, সিলেটের মাওলানা আবদুল মুমিন লতিফি, বৌলা জামে মসজিদের ইমাম মাওলানা রায়াহান আহমদ প্রমুখ।
এসময় ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র আবদুল ওয়াহিদ মজনু, মাওলানা কবির আহমদ লতিফি , ক্বারী আবদুল গফ্ফার আল হাসান, হাফেজ দেলোয়ার হোসাইন, হাফেজ রায়হান আহমদ, হাফেজ মাছুম আহমদ, মাওলানা মোহাইমিন হোসেন মুরাদ, সৈয়দ মোখলেছুর রহমান মকুল, সৈয়দ গোলাম মর্তুজা, আবদুল খালিক, আবদুল কাদির, সৈয়দ মুজিবুল হক লিটু, এডভোকেট রেজাউল করিম তালুকদার, সাজ্জাদুর রহমান তালুকদার, জিল্লুর রহমান তালুকদার, গোলাম কিবরিয়া, দেলোয়ার হোসাইন কাউন্সিলর, কামরুল ইসলাম তালুকদার, নজরুল আলম তালুকদার, সোহেল মাহমুদ, সামছু মিয়া, আকবর আলী, ইউছুফ আলী, আশিক আলী, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, সদস্য মোশাহিদ আলী, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ফজল উদ্দিন, সদস্য পাপলু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হিফজ সমাপনী করায় মাদরাসার দশজন ছাত্রকে পাগড়িসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.