|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাসর ঘরে নববধুর পুত্র সন্তান প্রসব, হতাশ স্বামী সজীব
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৪
লক্ষ্মীপুরে বিয়ের দিন বাসর ঘরে ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়েছে রিয়া আক্তার। এতে হতাশ হয়ে পড়েছে নববিবাহিত স্বামী সজিব।
ঘটনাটি ঘটেছে, ৪নং চররুহিতা ইউনিয়নের রসূলগঞ্জ বাজারের সাথে তনু মিয়া হাজী বাড়ীতে। আবু তাহেরের ছেলে সজীব সাথে একি উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গঙ্গাপুর গ্রামের আইয়ুব আলী ব্যাপারী বাড়ীর নুর নবীর মেয়ে রিয়া আক্তার এর সাথে।
পারিবারিকভাবে ঘটক সাহাবুদ্দিনের মাধ্যমে উভয় পক্ষের সম্মতিক্রমে সোমবার তাদের বিয়ে হয়। এরপর সামাজিক নিয়ম অনুযায়ী ছেলে পক্ষ নব বধূকে নিয়ে আসে। এরপরই ঘটে বিপত্তিকর এই ঘটনা। বাসর ঘরে নববধূ জন্মদেয় একটি পুত্র সন্তান। এতে হতাশ হয়ে পড়ে সজিব ও তার পরিবার।
সজীবের পিতা আবু তাহের জানান, ঘটক শাহাবুদ্দিনের মাধ্যমে মেয়ে দেখে লক্ষীপুর কোর্টের এফিডেভিড এর মাধ্যমে বিয়ে করিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি। রাতে আমাদের নতুন বৌ একটি পুত্র সন্তানের জন্ম দেন। এতে আমরা হতাশ হয়ে পড়েছি। মেয়ের পিতাকে খবর দিয়েছি আসলে আমরা সিদ্ধান্ত নেব।
মেয়ের পিতা নূর নবী জানান, মেয়েকে বিয়ে দেয়ার পর ছেলেপক্ষ তাদের বাড়িতে নিয়ে যায়। আজ সকালে ফোন করে জানান আমার মেয়ে না কি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এ ব্যাপারে আমি আর কিছুই জানিনা।
লক্ষীপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী জানান, বিভিন্ন মাধ্যমে ঘটনাটি শুনেছি। আজ বিকেলে ছেলে পক্ষ মেয়েকে মেয়ের বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মেয়ে এখন মেয়ের বাপের বাড়িতে আছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, জরুরী ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক নববধূ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এ ব্যাপারে সুস্থ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.