|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে এ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি পীরে কামেল আমীরে শরীয়ত হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, সহকারী অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম, প্রভাষক মোঃ ইস্রাফিল। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তানভীর হাসান, কারীমা আক্তার। নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন পরীক্ষার্থী মোঃ সোয়াইব।
এসময় মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনার পর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণসহ শিক্ষক ও অতিথিদের মধ্যাহ্ন ভোজন পরিবেশন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.