|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হিফজুল কোরআন প্রতিযোগীতায় এবারও কালুশাহ (রহঃ) হেফজখানার শিক্ষার্থীর সাফল্য
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৪
কর্ণফুলী উপজেলা ওলামা-হুফফাজ আয়োজিত চতুর্থবারের মত হিফজুল কোরআন প্রতিযোগীতায় চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ হযরত খাজা কালু শাহ (রহঃ) সুন্নিয়া হেফজখানার শিক্ষার্থী মোহাম্মদ নাহিদুল ইসলাম ৩০ পারা কোরআন গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে। শনিবার ( ৩ ফেব্রুয়ারী) কর্ণফুলিস্থ ফয়জুল বারী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় সে এ গৌরব অর্জন করে। এই সময় তার হাতে ক্রেস্ট, সনদ এবং ৩ হাজার টাকার প্রাইজমানী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কর্ণফুলি উপজেলা ওলামা-হুফফাজ আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগীতার আহবায়ক মাওলানা মোহাম্মদ সৈয়দ আলী হোসেন, প্রধান সমন্বয়ক কারী মাওলানা মোঃ ইকরামুল হক ও সচিব হাফেজ মোহাম্মদ নুরুল ইসলামসহ প্রমুখ। হযরত খাজা কালু শাহ (রহঃ) সুন্নিয়া হেফজখানার এই শিক্ষার্থী মোহাম্মদ নাহিদুল ইসলাম সবার কাছে দোয়া চেয়েছেন এবং হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক হাফেজ মুহাম্মদ ইব্রাহিম, হাফেজ মুহাম্মদ আরমান ও হাফেজ মুহাম্মদ মিছবাহ উদ্দীন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.