|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
সারাদেশে সরস্বতী পূজার প্রতিমা তৈরির ব্যস্ত প্রতিমা শিল্পীরা
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৪
সরস্বতী পূজোকে সামনে রেখে, ব্যস্ত সময় পারকরছেন প্রতিমা শিল্পীরা।
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজো আগামী ১৪ ফেব্রুয়ারি ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। একই সঙ্গে কোথাও কোথাও পূজার আলোকসজ্জা ও প্যান্ডেল তৈরির কাজও চলছে ধুমধামে।
দেখা যায়,চাঁদপুরের ৮ টি উপজেলায় একাধিক মন্দিরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত ।
মতলবের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে এবার অন্যান্য বছরের চেয়ে প্রতিমা তৈরির কাজ বেশি পেয়েছে। দ্রুত কাজগুলো শেষ করতে পারাটাই বড় চ্যালেঞ্জ।
সকল উপজেলার থেকে প্রায় ৩ শতাধিক প্রতিমা এবার তৈরির কাজ চলছে। বড় প্রতিমা বাদে ছোটগুলো দেড় হাজার থেকে সর্বোচ্চ ১০/১৫ হাজার টাকা পর্যন্ত দাম ধরা হবে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা বলেন, বিভিন্ন স্কুল কলেজ ও পাড়া মহল্লার ক্লাবের উদ্যোগে এবং বাসা-বাড়িতে স্বরসতী পূজা অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি কোনো ধরণের বাধা বিপত্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে ঢাক ঢোলের তালে উৎসবমুখর পরিবেশেই পূজা সম্পন্ন হবে।
মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, সরস্বতী পূজোকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্হল পুলিশ মোতায়েন থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.