|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
লাইসেন্স না থাকায় অবৈধ ৩টি করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৪
মিরসরাই প্রতিনিধিঃচট্টগ্রামের মিরসরাইয়ে লাইসেন্স না থাকায় অবৈধ ৩টি করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এই জরিমানা করেন।অভিযানে উপজেলার মস্তাননগর এলাকার জাকির হোসেনের সমিলের মালিককে ৫ হাজার টাকা, ঠাকুরদিঘী বাজারের আলফাজ ওহাসেন সমিলকে ৫ হাজার টাকা, চৈতন্যেরহাট খোকনের সমিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ, মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহান শহি নওশাদ।সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, লাইসেন্সবিহীন করাতকল চলছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন বাজারের ৩টি করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.