|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
মহীপুর মাওলানা ভাসানী স্কুলে এসএসসির বিদায় অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের এসএসসির বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে বিদায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসএসসির বিদায়ী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। পাঁচবিবি লাল বিহারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকিম কাজী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপস্থিত বক্তব্য রাখেন স্থানীয় আটাপুর ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী, অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মাজেদুর রহমান, খায়রুল ইসলাম, আশরাফ উদ্দিন আহম্মেদ, সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম সহ অভিভাবক, শিক্ষক/শিক্ষার্থীরা। নেচে-গেয়ে ও অশ্রুসিক্ত নয়নে এসএসসি পরিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ছোট ভাই-বোন ও শিক্ষকদের নিকট থেকে বিদায় গ্রহন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.