|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ৫২ বোতল ফ্রাইডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৪
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ১টি দল সোমবার বিকেলে পাঁচবিবি থানার ধরঞ্জী ইউনিয়নের উচনা দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে উক্ত গ্রামের ফজলুর রহমানের পুত্র মাদক ব্যবসায়ী হাবিবুর রহমানকে ৫২ বোতল ফ্রাইডিলসহ সড়কের উপর থেকে হাতেনাতে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই সাগর সরকার,এসআই নূরুল ইসলাম,এএসআই মাহমুদ, এএসআই জাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।ডিবি জানায়,ধৃত আসামী হাবিবুর সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল।এ ব্যাপারে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.