|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় গাঁজা ও ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৪
ছাগলনাইয়া উপজেলা রাধানগর ইউনিয়ন পূর্ব মধুগ্রাম মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল সহ দুই কারবারিকে গ্রেফতার করে থানা পুলিশ।
আটককৃতরা হলো পূর্ব মধুগ্রাম মাস্টার বাড়ি মৃত আমিনুল হকের ছেলে হুমায়ুন কবির (৪৫) ও পশ্চিম মধুগ্রাম কোব্বাত বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে জহিরুল হক স্বপন (৪৫)।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম এর তত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন এর সার্বিক সহযোগিতা এসআই অনুপ ধর, এএসআই শাহাদাত হোসেন, এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম জানান, গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.