|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচর সফরে আসছেন চীনের রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৪
বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন একদিনের সফরে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আসছেন।
লায়ন মজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লায়ন মশিউর আহমেদ এর আমন্ত্রণে, আগামী ১০ ফেব্রুয়ারী ২০২৪ ইং রোজ শনিবার বিদ্যালয় পরিদর্শনে আসবেন এবং উক্ত
বিদ্যালয়ের ১২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
লায়ন মজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লায়ন মশিউর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ উপলক্ষে চীনের মান্যবর রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন কে স্বাগত জানাতে প্রস্তুত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের লায়ন মজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য লায়ন মজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয়টি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫, বি-১, বাংলাদেশ এর প্রয়াত জেলা গভর্নর, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ কৃষক লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী, লায়ন মো. মুজিবুর রহমান উনার নিজের ও স্ত্রীর নামে প্রতিষ্ঠা করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে মেয়েদের শিক্ষা প্রসারে বিশেষ অবদান রেখেছেন। বর্তমানে বিদ্যালয়টির সার্বিক তত্ত্বাবধানে আছেন মরহুম লায়ন মো. মুজিবুর রহমান এর আপন ছোট ভাই পরিচালনা কমিটির সভাপতি লায়ন মশিউর আহমেদ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.