|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে ক্যান্সার সচেতনতায় সাইকেল র্যালি
প্রকাশের তারিখঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৪
সচেতনতা হোক অঙ্গিকার, মুক্ত হোক ক্যান্সার, এই স্লোগান কে ধারণ করে সারাদেশে ক্যান্সার ও জটিল রোগে আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করছেন মুনির ফাউন্ডেশন। সচেতনতা সৃষ্টি করে ক্যান্সারের ঝুঁকি কমাতে সংগঠনটির উদ্যােগে সাইকেল র্যালির আয়োজন করা হয়। সোমবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে সীতাকুণ্ড উপজেলা চত্বর থেকে র্যালি শুরু হয়ে সীতাকুণ্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন পেশাজীবীরা। এই সময় র্যালি থেকে ক্যান্সার প্রতিরোধে বিভিন্ন সচেতনমূলক স্লোগান দিতে দেখা যায়। র্যালির আগে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে ক্যান্সার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরউদ্দিন রাশেদ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শাহ আলমসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, ২০১৯ সালে মুনির নামের এক যুবক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। চিকিৎসার জন্য বসতভিটা বিক্রি করে বাঁচানো যায়নি মুনিরকে। ২৯ শে জুলাই-১৯ মুনিরের পরিবার উদ্যোগ নিয়ে 'মুনির ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠন টি ক্যান্সার ও দুরারোগ্য রোগীদের চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা করে আসছে। এই পর্যন্ত ৪৩জন ক্যান্সার রোগী, ৩৪জন কিডনি রোগী, ১৪জন এক্সিডেন্ট রোগী, ২জন থ্যালাসেনিয়া রোগী, ২জন হার্ট ডিজিস রোগী ও অন্যান্য ১৫ জন রোগী সহ মোট ২০০ জন রোগীকে সহায়তা করেছেন মুনির ফাউন্ডেশন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.