|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৪
ছাতক পৌরসভাধীন জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদরাসা'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়।
গত ১ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সপ্তাহ ব্যাপী সকল শ্রেণীর শিক্ষার্থীর অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্নের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্র জামেয়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মখছুছুর রহমানের সভাপতিত্বে ও ভাইস-প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকির হোসাইন এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পুরস্কার তুলে দেন, ছাতক উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম তালুকদার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল,এছাড়া উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আজাদ,ছাতক সিএনজি স্ট্যান্ডের সভাপতি,শাহ আলম,সহ শিক্ষক শিক্ষিকা, এলাকার মুরব্বিয়ান,ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.