|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের অভিযানে অবৈধ দোকাপাট উচ্ছেদ
প্রকাশের তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘদিন যাবত সরকারী একাধিক স্থান দখল করে গড়েতোলা ৩০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে কুমিল্লা রিজিয়নের আওতাধীন বারোআউলিয়া হাইওয়ে থানা পুলিশ। বুধবার (৩১জানুয়ারী) উপজেলার কুমিরা ও ভাটিয়ারী এলাকায় দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা-চট্টগ্রাম মাসড়কের পাশ দখল করে বসা মাছ, মাক্রোবাস, প্রাইভেটকার, সবজি ও ফল বিক্রির ২০টি দোকানের পাশাপাশি ১০টি কাপড়ের দোকানও উচ্ছেদ করা হয়েছে। এই সকল দোকানদারদের মহাসড়কের পাশ দখল করে না বসতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নির্দেশনা অমান্য করে আবারও দোকান বসাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে বারোআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, সাধারণ মানুষ ও পথচারী চলাচলে অসুবিধা লাগবে এবং যানযট নিরসনের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। মানুষ যাতে কোন অসুবিধা ও ভোগান্তি ছাড়া চলাচল করতে পারে সে লক্ষ্যে কাজ করছে পুলিশ। অভিযান পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন,বারোআউলিয়া হাইওয়ে থানার সেকেন্ড অফিসার শাহআলম, এএসআই জুনায়েদ সহ হাইওয়ে পুলিশের সদস্যগণ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.