|| ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির বাগজানায় মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪
গতকাল ১লা ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার বেলা ১২টায়, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার উদ্যোগে এবং জয়পুরহাট জেলা প্রশাসন এর সহযোগীতায়, বাগজানা দ্বি—মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে; মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জয়পুরহাট শাখার সভাপতি আমিনুল হক বাবুল। সভাপতিত্ত্ব করেন বাংলাহিলি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আওফের হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জয়পুরহাট শাখার সহ সভাপতি মহফেল উদ্দীন। বাগজানা বধ্যভূমি শহীদ স্মৃতি পাঠাগারের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক দুলাল অধিকারী প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.