|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সিরাজদিখানে ৪ ইটভাটা মালিকের ৩২ লাখ টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৪
সিরাজদিখানে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ ইটভাটা মালিকের ৩২ লাখ টাকা জরিমানা!
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪ টি ইটভাটার মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
৩১ জানুয়ারী বুধবার বেলা ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নে অভিযান পরিচালনা করে মেসার্স শামছুদ্দিন এন্ড রবিলা ব্রিকসের মালিক আলতাফ হোসেনকে ৮ লাখ টাকা একই এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকস এর মালিক অলি আহমেদকে ৭ লাখ টাকা, মেসার্স মায়ের দোয়ার মালিক জনি আহমেদকে ৭ লাখ টাকা, বালুচর ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকসের মালিককে ১০ লাখা টাকাসহ মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়। সাথে ইট ভাটা সমূহের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা শাখার পরিচালক মো. রেদোয়ান উল্লাহ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, সিরাজদিখান থানা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো.ফজলুল করিম ও সিরাজদিখান থানার এস আই মো. লোকমান হোসেন। পরিবেশ অধিদপ্তরের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত সথাকবে বলে অভিযান পরিচালনার সময় সাংবাদিকদের জানিয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.