|| ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৪
"যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়" কবির এ ভাষাকে বুকে ধারণ করে পাঁচবিবি নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান- ২০২৪ আজ বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমান উদ্দিন মন্ডল। সিনিয়র সহকারি শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক মাহমুদা নাসরিন আখতার জুন,বেগম গুলবাহার চৌধুরী ও সহকারী শিক্ষক মোতালেব হোসেন প্রমুখ। বিদায়ী বক্তব্য পাঠ করে বিদায়ী ছাত্রী আতহার ইবতিদা। নবীন ছাত্রীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখে,নবম শ্রেণীর ছাত্রী মধুরিমা গীতি।২য় পর্বে অষ্টম শ্রেণীর ছাত্রী নিশাত তাসনিম ও নাবিলা তাসনিমের যুগ্ম সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক মোঃ আমান উদ্দিন মন্ডল বলেন, এবারে ২০২৪ সালে অত্র বিদ্যালয় থেকে মোট ১২৩ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।তিনি তাদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.