|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জেটিআইটি ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ২০২৪
প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৪
অসহায় হতদরিদ্র মানুষের মাঝে রাতের আঁধারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেন জেটিআইটি ফাউন্ডেশন
রাতের আঁধারে ঢাকা শহরের অলিতে গলিতে শুয়ে থাকা হতদরিদ্র পথ শিশু ও অসহায় মানুষের মাঝে তারা কম্বল বিতরণ করে থাকেন, তারা এভাবেই তাদের কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত রাখবেন জানিয়েছেন। রাতের আঁধারে তীব্র শীতে কাঁপছে হতদরিদ্র মানুষ তাদের এই দুর্দশা দেখে ঘরে বসে থাকতে পারেনা জেটিআইটি ফাউন্ডেশন, ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যবৃন্দ তাদের সর্বোচ্চ আর্থিক সহযোগিতা দিয়ে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। তারা কৃতজ্ঞতা জানিয়েছেন যারা এই শীতবস্ত্র বিতরণে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেছেন ও সার্বিক সহযোগিতা করেছেন।
জেটিআইটি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার সজল চন্দ্র বলেছেন, জেটিআইটি ফাউন্ডেশন অসহায় মানুষের মাঝে চিকিৎসা ব্যবস্থা, ফ্রি মেডিকেল ক্যাম্পিং, ফ্রি ঔষধ বিতরণ, অসহায় পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা ও এতিমখানায় সাহায্য সহযোগিতার ন্যায় ২০২৪ সালের এই তীব্র শীতে অসহায় খেটে খাওয়া হতদরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ কর্মসূচি চালিয়ে যাবেন। দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিত্তবানদের কে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি আরো বলেন যদি কোন সহৃদয়বান ব্যক্তি বিশিষ্ট শিল্পপতি ও অন্যান্য ব্যক্তিবর্গ যদি জেটিআইটি ফাউন্ডেশন এর মাধ্যমে তাদের আর্থিক সহযোগিতা করতে চান তাহলে তারা সততার সাথে অসহায় মানুষের কাছে পৌঁছে দিবেন। আসুন আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই সর্বদা নিজেদেরকে মানব কল্যাণে নিয়োজিত রাখি।
সেই সাথে জেটিআইটি ফাউন্ডেশনের সেচ্ছাসেবকরা বলেন, আমরা জনগণের সেবায় নিয়োজিত আছি ইনশাআল্লাহ সর্বদা মানুষের কল্যাণে মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখবো। জেটিআইটি ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.