|| ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
কচুয়ার খিড্ডা গ্রামের আশরাফুল নামে মাদ্রাসার ছাত্র ঢাকা আদমজী এলাকা থেকে নিখোঁজ
প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৪
চাঁদপুর কচুয়া উপজেলা খিড্ডা কাজী বাড়ী বাসিন্দা কাজী মোঃ আশরাফুল ইসলাম (১২) নামে চিটাং রোডস্থ আদমজী এলাকার হাফজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র গত ২৯জানুয়ারী /২০২৪ইং সোমবার দুপুর আনুমানিক ১টা হইতে নিখোঁজ হয়ে যায়। তাকে মাদ্রাসায় না পাওয়া গেলে তার পিতা/মাতার নিকট এ খবর পৌছালে, পুরোও ঢাকাসহ নিকটস্থ সকল আত্নীয় স্বজনের বাসায় দিনভর অনেক খোঁজাখোঁজির করার পরও তাহার কোন সন্ধান এখনোও পর্যন্ত কোথাও পাওয়া যায়নি।
তাহার নাম কাজী মোঃ আশরাফুল ইসলাম, পিতাঃ কাজী মোঃ আব্দুল কাইয়ুম, মাতাঃ আফরোজা আক্তার, গ্রাম: খিড্ডা কাজী বাড়ী, উপজেলা/থানা : কচুয়া, জেলা: চাঁদপুর।
ছেলেটির গায়ের রং- ফর্সা, উচ্চতা প্রায় ৪.৩' ইঞ্চি, হারিয়ে যাওয়ার সময় তার গায়ে ছিল টিস্যু কালার পাঞ্জাবী ও পড়নে ছিল লুঙ্গী।
তবে জানাযায় আশরাফুল ইসলাম এর পিতা বর্তমানে সৌদি আরবে কর্মরত অবস্থায় রয়েছেন। তাই যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তাহার কোথাও সন্ধান পান তাহলে তাহার চাচা মিজানুর রহমান এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো। যোগাযোগ: কাজী মোঃ মিজানুর রহমান, মোবাইল: ০১৭৪৭ ৯৫৫ ৬৮৩.
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.