|| ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নবীনগরে সাংবাদিকের চাচার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২৪
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ আবু সুফীর বড় চাচা বীরমুক্তিযোদ্ধা আবুল বাসার। মঙ্গলবার ৩০ জানুয়ারি সকালে উপজেলার বিটঘর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে জানাযা শেষে বিটঘর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এর পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আক্কাস আলী রুবেল এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অর্নার প্রদান করেন।
উল্লেখ্য: বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও কিডনীরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য সোমবার ২৯শে জানুয়ারি ঢাকার উদ্দেশ্য নেওয়ার পথিমধ্যে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে এক ছেলে চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.