|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন
প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২৪
"বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা পরিষদ চত্বরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে র্যালি শুরু হয়ে উপজেলা গেইটস্থ দক্ষিণ বাইপাশ পদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মোঃ আলাউদ্দিন , উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম সহ প্রমুখ। এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার প্রায় ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.