|| ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন, বাংলাদেশ পুলিশসার্ভিস এসোসিয়েশনের পক্ষে, পুলিশ সুপার
প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২৪
দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষে দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় ২৯ শে জানুয়ারি মঙ্গলবার সকালে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ (পিপিএম) বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দিনাজপুর জেলার বৃত্তবান মানুষদেরকে সমাজের অসহায় মানুষের পাশে থাকার আহব্বান জানান।
এছাড়া জেলার অন্য ১২টি থানা এলাকায় সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জগণ অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.