|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সাভার উপজেলা পরিষদ নির্বাচনের মাঠে আবারও সুমি
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৪
চলতি বছর ফেব্রুয়ারী- এপ্রিল মাসের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচন। সাভার উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি আগামীতে নির্বাচনে আবারও একই পদে নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করেন।
এরইমধ্যে তিনি বিভিন্ন মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারনা আরাম্ভ করেছেন। পরিচিত জনদের মুঠোফোনে ক্ষুদে বার্তা প্রেরণ বা সরাসরি ফোনে তার প্রার্থী হওয়ার বিষয়টি অবহিত করছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাধারন ভোটারদের জানিয়ে দিচ্ছেন আগামীতে আবারও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন তিনি। গনমাধ্যম কর্মিদের তিনি জানায়, কয়েকদিনের মধ্যেই উপজেলার বিশেষ এলাকাগুলোয় পথসভা ও উঠান বৈঠক শুরু করবেন।
উপজেলাবাসির সেবা করার সুযোগ দিতে তিনি আবারও সবার দোয়া সহযোগিতা ও একটি করে ভোট প্রার্থনা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.