|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম পরিদর্শনে, জেলা প্রশাসক শাকিল আহমেদ
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৪
দিনাজপুরের বিরামপুর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
রবিবার(২৮ শে জানুয়ারি) দুপুর ২টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদ বিতরণকৃত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন সকলের উদ্দেশ্যে বলেন, সুশৃঙ্খল সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণ করবেন। এছাড়াও তিনি আরো বলেন, সরকার বাংলাদেশের প্রতিটি নাগরিকদের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দিতে বদ্ধপরিকর। এ সময় তিনি প্রতিটি স্মার্ট জাতীয় পরিচয় পত্র কেন্দ্র পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, বিরামপুর নির্বাচন অফিসার মোহাম্মদ আলী, বিরামপুর উপজেলা একাডেমিক অফিসার আব্দুস সালাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় সুধীজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.