|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে এলবিপি সরকারী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৪
যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, কবির এ ভাষাকে বুকে ধারণ করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লাল বিহারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৪ আজ রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদায়ী ছাত্র নক্ষত্র দে'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য পাঠ করেন ও অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম কাজী। বিদায়ী ছাত্রদের মধ্যে মানপত্র পাঠ করেন,ফারহান সাদিক নিশান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল ও সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল প্রমুখ।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম কাজী জানান,এবারে বিদ্যালয় থেকে ১০৮জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তিনি বিদায়ী ছাত্রদের সফলতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.